কলকাতায় পৌঁছলেন মোহনবাগানের হাইপ্রোফাইল কোচ হোসে মোলিনা। চলতি মরশুম থেকেই তিনি সবুজ মেরুনের দায়িত্ব সামলাবেন। অ্যান্তোনিও লোপেজ হাবাসের পরিবর্তে এই স্প্যানিশ কোচের উপর ভরসা রাখছেন বাগান কর্তারা।
রবিবাসরীয় সকালে বাগানের নতুন কোচ মোলিনা বিমানবন্দর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাঁর গলায় মালা এবং উত্তরীয় পরিয়ে দেন সবুজ মেরুন সমর্থকরা। ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। বিমানবন্দরে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ডুরান্ড কাপের প্রথম দিনেই জয় নিয়ে নিজেদের অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঠিক তাঁর পরের দিনই শহরে পা রাখলেন দলের নতুন হেড কোচ মোলিনা। ২৯ জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবসে পুরো টিম নিয়ে অনুশীলন করবেন নতুন কোচ মোলিনা।
তবে, ডুরান্ড কাপের পরের ম্যাচটিতে মোহনবাগান ডাগআউটে থাকবেন না মোলিনা। বরং দলের খেলা দেখবেন গ্যালারিতে বসেই। তাঁর পরীক্ষা শুরু হবে ডার্বি দিয়েই। এরপর মোলিনার কোচিংয়ে ডুরান্ডে ৮ অগাস্ট ম্যাচ খেলবে বাগান। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্সের।
গত মরশুমে মোহনাবাগান সুপার জায়েন্ট আইএসএল শিল্ড জিতেছিল। পাশাপাশি ঘরে তুলেছিল ডুরান্ড কাপ। এছাড়াও আইএসএল ট্রফিতেও রানার্স আপ হয় তাঁরা। এবার স্প্যানিশ কোচের তত্বাবধানে বাগান আরও ভাল ফল করবে বলেই আশাবাদী সমর্থকরা।