আসছে বছর আবার হবে। কাতারের মন জিতে অবশেষে দেশে ফিরলেন মরক্কান ফুটবলাররা। বুধবার অ্যাটলান্স লায়নদের স্বাগত জানাতে শুধু বিমানবন্দরেই দাঁড়িয়ে ছিলেন পাঁচ হাজার দর্শক। এরপর জিয়াস, এন-নাসেরি, আলি-আমিকরা যত রাস্তা দিয়ে এগিয়েছেন। ভিড় ততই বেড়েছে।
নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে বিস্ময় মরক্কো। গ্রুপ লিগ থেকে নক-আউট। ছুটেছে মারাকাস এক্সপ্রেস। প্যারিস স্টেশন আসা আগে পর্যন্ত ওয়াহিদ রেগাগিরির ছেলেরা শুধু মন নয়, ফুটবল পন্ডিতদের আস্থাও জিতেছিলেন। কিন্তু একটা ফ্রান্স ম্যাচ যেন তাঁদের স্বপ্নকে ভেঙে দিয়েছে।
তাতে কী, হাল ছাড়ছেন না তাঁরা। এখন থেকেই তাঁরা স্বপ্ন দেখছেন আগামী চার বছরের। মরক্কোরর আশাবাদী চার বছর পর মেক্সিকো, কানাডা, আমেরিকার বিশ্বকাপে তারা খেলবেন এবং জিতবে।