বিশ্বকাপে (Qatar World Cup 2022) ছুটছে মারাকাস এক্সপ্রেস। ৩৬ বছর পর কাতার বিশ্বকাপের নকআউটে মরক্কো (Morocco)। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্য়াচে কানাডার (Canada) বিরুদ্ধে শেষ ষোলোয় (Last 16) উঠে গেল টিম। আল-থুমামা স্টেডিয়ামে তারা জিতল ২-১ গোল। আর এই তিনটি গোলে অবদান মরক্কান ফুটবলারদের। এরমধ্যে ম্যাচের চার মিনিটে জিয়াসের প্রায় ৩৫ গজ দূর থেকে করা গোল, এই বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম।
বেলজিয়ামকে হারিয়ে তিন পয়েন্টের পুঁজি নিয়ে কানাডার বিরুদ্ধে খেলতে নেমেছিল মরক্কো। জিতলেই নক-আউটের হাতছানি। সেই লক্ষ্যেই দীর্ঘ সময়ের পর বিশ্বকাপে খেলতে আসা প্রতিপক্ষ কানাডার বিরুদ্ধে শুরু করেছিল তারা। গত দুটি ম্যাচে কানাডা যে ঝড় তুলেছিল, বিশ্বকাপ থেকে বিদায়ের পরেও সেই ধারায় অব্য়াহত ছিল। এরমধ্যেই চার মিনিটে জিয়াস আর ২৩ মিনিটে নাসিরের গোলে ২-০ করে মরক্কো। ৪০ মিনিটে নায়েফ অ্য়াগুরেডের আত্মঘাতী গোলে ব্য়বধান কমায় কানাডা। কাতার বিশ্বকাপের ১০০তম গোল এল আত্মঘাতী রূপেই।
আরও পড়ুন: ড্র করে বিদায় বেলজিয়ামের, নক-আউটে ক্রোয়েশিয়া
১৯৮৬ সালে বিশ্বকাপে শেষবার নক-আউটে উঠেছিল মরক্কো। পন্ডিতদের দাবি, এবার কিন্তু অনেক দূর যেতে পারে এই দল। কারণ, মাঝমাঠে জিয়াস আর আপ-ফ্রন্টে নাসিরির সৌজন্যে এবার আফ্রিকার এই দল বেশ শক্তিশালী।.