শনিবার বিশ্বকাপের তৃতীয় স্থানের ম্যাচ। কাতারে শেষবার মাঠে নামবে মরক্কো ও ক্রোয়েশিয়া। ফ্রান্সের বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছে মরক্কো। আর্জেন্টিনার বিরুদ্ধে হার মেনেছে ক্রোয়েশিয়া। তৃতীয় স্থানে সেই সমান মানসিকতা নিয়ে মাঠে নামবে দুই টিমই।
এটাই হয়তো শেষ বিশ্বকাপ ক্রোট তারকা লুকা মদ্রিচের। বয়স ৩৭। তাঁর অনবদ্য লড়াই দেখে মুগ্ধ ফুটবলবিশ্ব। দেশের জার্সিতে শেষবার গোল করার সুযোগ ছাড়তে চান না এই LM10। শেষ ম্যাচে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের বিরুদ্ধে পরাস্ত হয়েছিলেন এই বিশ্বকাপে অন্যতম সেরা গোলকিপার ডমিনিক পেরাসিভিচ। এবার হাকিমি, এন নাসিরিদের বিরুদ্ধে শেষবার নিজের সেরাটা দিতে চান তিনিও।
আরও পড়ুন: ৩ দেশের ১৬টি শহরে বসবে বিশ্বকাপের আসর, প্রথমবার আয়োজক কানাডা, জানাল ফিফা
ফ্রান্স ম্যাচে অসাধারণ আবহ তৈরি হয়েছিল। মাঠে ছিলেন ৬০ হাজার মারাকান সমর্থক। গ্যালারির রক্তিম আভা নিভে গিয়েছিল হতাশায়। দলের অন্যতম সেরা ফুটবলার আশরাফ হাকিমি, সফিয়ান আম্রাবাট, নাসিরিদের সেই রাতে ঘুম হয়নি। ফ্রান্সের বিরুদ্ধে গোলের মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেও হার। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মানসিকতা নিয়ে খেলতে নামছে মরক্কো। এবার জিতলে, বিশ্বকাপে অন্তত তিনে শেষ করতে পারবে। বিশ্বকাপ না জিতলেও, লেখা হবে অন্য কোনও ইতিহাস।