কাতার বিশ্বকাপের বিস্ময় তাঁদের বিরুদ্ধে। তাই সতর্ক না হওয়া ছাড়া কোনও উপায় নেই। তবুও ফ্রান্স নিজের খেলা খেলবে। বুধবার বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নামার আগে এই দাবি বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশঁ। ফরাসি ফুটবল সংস্থায় যৌন কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়েছে। গদি বেশ টলমল। তবু মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে বেশ দৃঢ় বিশ্বকাপজয়ী প্রাক্তন এই ফুটবলারও।
ফুটবল পন্ডিতদের মতে, চার বছর আগে রাশিয়ায় ফ্রান্স এসেছিল একটা নতুন দল নিয়ে। আর কাতারে ফ্রান্স যেন 2.0 । মাত্র চার বছরের মধ্যে একটা দল যে কীভাবে আরও পরিণত হতে পারে, তা এবার দোহায় দেখিয়ে দিয়েছেন দেশঁ। একটা তিউনিশিয়া ম্য়াচে গায়ে কাদা লেপে দিয়েছিল। কিন্তু খুব দ্রুত সেই কাদা ধুয়ে ফেলেছেন এমবাপেরা। অধিনায়ক গোলকিপার হুগো লরিসকে বাদ দিয়ে, এই দলে যে খুব বেশি খুঁত আছে, তা জোর গলায় কেউ বলতে পারেননি।
আসলে বলার সুযোগ নেই। কারণ, শুরু থেকে শেষ, কে কোন দিন খেলে দেবেন তা স্বয়ং ফরাসিরাও বলতে পারছেন না। কিন্তু দেশঁ মানছে মরক্কো কঠিন। পরিসংখ্য়ানের খাতায় অনেক এগিয়ে থেকেও এই কথা বলছেন ফরাসি কোচ। কারণ, একটা ইংল্যান্ড ছাড়া তেমন কোনও কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের সামনে পড়েনি। উলটো দিকে এই বিশ্বকাপে অ্য়াটল্য়ান্স লায়নদের শিকারের তালিকা বেশ লম্বা। তাই এমবাপেদের সতর্ক থাকতে বলছেন দেশঁ। কারণ, অঘটন তো ঘটতেই পারে।