আট কোটি টাকা। কীসের দাম জানেন ? শুনলে চমকে উঠবে। ভারতীয় মুদ্রায় এই দাম উঠছে মেসির সেই ঐতিহাসিক ন্যাপকিনের। হ্যাঁ, ঠিক শুনছেন। নিলামে উঠছিল মেসির সেই ন্যাপকিন। যাতে আজ থেকে সিকি শতাব্দী আগে সই করেই বার্সিলোনাতে যোগ দিয়েছিলেন ছোট্ট লিও। আর তার দর উঠল সাত লক্ষ ৬২ হাজার পাউন্ড। ভারতীয় টাকার অঙ্কে যা আট কোটির বেশি।
১৩ বছর বয়সে স্পেনের বার্সিলোনায় শুরু লিওনেল মেসির ফুটবল জীবন। আর যে চুক্তিপত্রের উপর সেদিন মেসি সই করছিলেন, তা ছিল এক হোটেলে ঘরে থাকা ন্যাপকিন। সেই ন্যাপকিন এতদিন নিজেদের আমানত হিসাবে রেখে দিয়েছিল বার্সিলোনা।
প্রথমে পিএসজি, তারপর ইন্টার মিয়ামি। কিন্তু মেসি আজও বার্সিলোনা। এমনটাই মনে করে স্পেনের এই ক্লাব। তাই মেসি চলে গেলেও, থেকে গিয়েছে তাঁর অনেক স্মৃতি। আর সেই স্মৃতিকে এবার নিজেদের পুঁজি করল বার্সা।