বিশ্বকাপ কোনও দিনই তাঁদের ভাগ্যে নেই। কমলা রং এতটাই উজ্জ্বল, যে বিশ্বকাপে তা কোনও দিনই মানায়নি। আবার কেউ খারাপ ভাবে বলেন, চোকার্স। এবার কাতার বিশ্বকাপের নক-আউটের লড়াই। আত্মবিশ্বাসী নেদারল্যান্ডসের (Netherlands) কোচ লুইস ভ্যান গল (Luis Van Gal)।
গ্রুপ লিগে ২ ম্যাচে জয়, আরেকটি ম্যাচে ড্র করেছে টিম। দারুণ ফর্মে আছেন টিমের ফুটবলার কডি গাকপো। তাঁকে টিমে নেওয়ার জন্য মুখিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফর্মে আছেন মেম্ফিস ডিপে। গত ম্যাচে ভাল ফর্মে না থাকলেও নক-আউটে ভার্জিল ভ্যান ডিকের উপরেও নজর থাকবে কোচ লুইস ভ্যান গলের। এদিকে এবার বিশ্বকাপে আমেরিকান টিম প্রথম থেকেই দাপট দেখিয়েছে। ইরান ম্যাচে টিমের নায়ক হয়ে উঠেছে ক্রিশ্চিয়ান পুলিসিচ। সেই ম্যাচে সামান্য চোট পেয়েছিলেন। কিন্তু নক-আউটে প্রথম একাদশে থাকবেন তিনি। এই ম্যাচে আন্ডারডগ হয়ে নেমে চমক দেওয়ার অপেক্ষায় আমেরিকা।
আরও পড়ুন: গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলেই ৩ দিনের মধ্যে নক-আউট, ক্ষিপ্ত আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া
১৯৭৪, ১৯৭৮। দুবার বিশ্বকাপে ফাইনালে উঠেও হারতে হয়েছিল। সম্প্রতি ২০১০। ভাল ফুটবল নাকি বিশ্বকাপ! টোটাল ফুটবলের ধার দিয়েও যেতে চান না কোচ লুইস ভ্যান গল। বরং বলা হচ্ছে, এবার টুর্নামেন্টে এখনও পর্যন্ত টোটাল টার্ন অফ করেই যাবতীয় সাফল্য এসেছে। দেশের সংবাদমাধ্যমে টিমের ফুটবল নিয়ে সমালোচনা করা হচ্ছে। ভ্যান গল নাকি বলে দিয়েছেন, ভাল না লাগলে তারা দেশে ফিরে যেতে পারেন।