আমেরিকাকে ৩-১ ব্যবধানে হারানোর পর টিমে ফুরফুরে মেজাজে। তাঁদের জন্য টিমে হোটেলে গ্র্যান্ড সেলিব্রেশন অপেক্ষা করছিল। শনিবার রাতে হোটেলে ফিরতেই সমর্থকরা ঘিরে ধরেন ফুটবলারদের। চলে গান। সমর্থকদের সঙ্গে নাচতেও দেখা যায় ফুটবলারদের। ছিলেন ম্যাচের স্কোরার মেম্ফিস ডিপে। ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
প্রি-কোয়ার্টার ফাইনালে আমেরিকার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করে নেদারল্যান্ডস। এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে টিম। সমর্থকরা যখন ফুটবলারদের এভাবে অভ্যর্থনা জানাচ্ছেন, তখন দূর থেকে নিজের মোবাইলে সব রেকর্ড করলেন কোচ লুইস ভ্যান গল।
এরপর নেদারল্যান্ডসের সামনে আর্জেন্টিনা। দুরন্ত ফর্মে আছেন লিওনেল মেসি। এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল। ফোকাস হারাতে চাইছেন না কোচ লুইস ভ্যান গল।