এবার মোহনবাগানের জার্সি ডিজাইনের ক্ষেত্রে মতামত দিতে পারবেন দলের সমর্থকরা। এবং সেই মতামত অনুযায়ী তৈরি হবে জার্সি। দলের তরফে এমনই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এই সিদ্ধান্ত জানিয়ে মোহনবাগানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, মোহনবাগান দলের সমর্থকরা তাঁদের পছন্দমতো জার্সি ডিজাইন করে টুইটারে পোস্ট করতে পারেন। সেই অনুযায়ী জার্সি ডিজাইন করা হবে।
এদিকে আগামী ২৫ জুন শুরু হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগ। তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। যুব জল নামানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। জানা গেছে, কলকাতা লিগে কোনও বিদেশি খেলাবে না সবুজ মেরুন।