তৃণমূলের ব্রিগেডের কারণে ১০ মার্চ ডার্বি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে । যদিও, পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ম্যাচের সময় পিছিয়ে দেওয়া হলে ওইদিনই যুবভারতীতে আইএসএল-এর ফিরতি ডার্বি খেলতে পারবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান । কিন্তু, সম্প্রতি, ১০ মার্চের ডার্বি ঘিরে আরও একটা নতুন জটিলতা তৈরি হয়েছে । জানা গিয়েছে, ম্যাচের সময় পিছিয়ে দেওয়া গেলেও, টিভি স্লট পাওয়া যাচ্ছে না ।
জানা গিয়েছে, ম্যাচের সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টায় পরিবর্তন করা হয়েছে । কিন্তু, পুলিশ রাত ৯ টায় ম্যাচ শুরু করতে রাজি হলেও সেই সময় টিভি স্লট পাওয়া যাচ্ছে না । ফলে সমস্যায় পড়ে গিয়েছে আইএসএলের আয়োজক এফএসডিএল । তারা জানিয়েছে, খুব বেশি হলে রাত ৮ টা পর্যন্ত ম্যাচ পিছিয়ে দেওয়া যেতে পারে । এই নিয়ে ফের মঙ্গলবার বিধাননগর কমিশনারেটের সঙ্গে বৈঠক রয়েছে ইস্টবেঙ্গলের ।
পুলিশ রাত ৮টায় ম্যাচের আয়োজন না করতে চাইলে কী হবে ? এফএসডিএল জানিয়ে দিয়েছে, ম্যাচের সময় এগিয়ে আনা সম্ভব না হলে, ম্যাচের স্থান পরিবর্তন করতে হবে । সেক্ষেত্রে যুবভারতীর পরিবর্তে ম্যাচ জামশেদপুর সরিয়ে নিয়ে যেতে চায় তারা।
আগামী ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভা রয়েছে । তাই বিধাননগর পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, ১০ মার্চ ডার্বিতে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া সম্ভব না । সেক্ষেত্রে, ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ দিয়েছিলেন তাঁরা । কিন্তু, তাতে সম্মতি ছিল না আইএসএল আয়োজকের । যদিও পরে, ম্যাচের সময় পিছিয়ে দেওয়ায় ডার্বি ঘিরে জটিলতা কেটেছিল । কিন্তু, ফের নতুন করে ডার্বি নিয়ে সমস্যা দেখা দিল ।