বাবা হলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র (Neymar Jr)। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন তাঁর বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি (Bruna Biancardi )। শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে এই সুখবর দিয়েছেন নেইমার। পোস্ট করেছেন নিজের ফুটফুটে কন্যা সন্তানের ছবিও। জানিয়েছেন তাঁরা সদ্যোজাতের নাম রেখেছেন 'মাভি'।
কী জানিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়?
এদিন সকালে টুইটারে চারটি ছবি পোস্ট করেন নেইমার। ছবিগুলিতে নেইমারকে সদ্যোজাত এবং বান্ধবী ব্রুনো বিয়ানকার্ডির সঙ্গে দেখা গিয়েছে। সুন্দর মুহূর্তের এই ছবির ক্যাপশনে লিখেছেন, 'আমাদের জীবন পরিপূর্ণ করতে এসেছে মাভি। তোমায় স্বাগত মেয়ে। আমাদের বেছে নেওয়ার জন্য তোমায় ধন্যবাদ।' এই ছবি পোস্টের কমেন্ট সেকশনে রীতিমতো শুভেচ্ছার বন্যায় ভাসছেন নেইমার ও ব্রুনা।
আরও পড়ুন - শুরু নেইমারের আরব্য রজনী, অভিষেক ম্যাচে শূন্য, আল-হিলাল জিতল ৬-১ গোলে