বিশ্বকাপের নিরিখে পেলেকে ছাপিয়ে গেলেন নেইমার। বলিভিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপের কোনও খেলায় ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন ওয়ান্ডার কিড। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল ব্রাজিল।
ম্যাচের ৬১ ও ৯৩ মিনিটে গোল করেন নেইমার। যদিও ১৭ মিনিটে পেনাল্টি নষ্ঠ করেছিলেন তিনি। ব্রাজিলের হয়ে বিশ্বকাপের কোনও খেলায় ৭৭টি গোল ছিল ফুটবল সম্রাটের। বলিভিয়ার বিরুদ্ধে ৬১ মিনিটে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন নেইমার।
আরও পড়ুন : মেসির ১০৪তম আন্তর্জাতিক গোল, বিশ্বকাপের কোয়ালিফায়ার্সের জয় আর্জেন্টিনার
এদিনের ম্যাচে শুরু থেকে এগিয়ে ছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৪ মিনিটে রডরিগোর গোলে লিড পেয়েছিল ব্রাজিল। ৪৭ মিনিটে ২-০ করেন রাফিনহা। ৫৩ মিনিটে ফের গোল রডরিগোর। ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর ফিরতি লেগে খেলবে দুই দেশ।