পেলের শেষ শ্রদ্ধায় নেই নেইমার। ছিলেন না কাফু-রোবার্তো কার্লোসের(Cafu-Roberto Carlos) মতো বিশ্বজয়ীরাও। এই অভিযোগেই এখন কার্যত উত্তাল ব্রাজিল(Brazil)। গত কয়েকদিন ধরেই স্যান্টোসের মাঠে শায়িত রাখা হয় ফুটবল সম্রাটকে। তারপরেও দেখা পাওয়া যায়নি নেইমারের। ব্রাজিলের বর্তমান ১০ নম্বর রয়েছেন প্যারিসে(Paris)। ব্রাজিলবাসীর অভিযোগ, পেলেকে শেষ শ্রদ্ধা জানানোর ন্যুনতম সৌজন্যটুকুও দেখাননি নেইমার(Neymar on Pele)। বর্ষীয়ান সাংবাদিকদের অভিযোগ, লিগের খেলা থাকা সত্ত্বেও, নেইমার যদি পিএসজিকে(PSG) অনুরোধ করতেন, তাহলে নিশ্চয়ই ছুটি পেতেন।
ব্রাজিল দলের ১০ নম্বর জার্সির দায়িত্ব এখন নেইমারের(Brazil Football Star Neymar) কাঁধে। একসময় যে জার্সি পরে মাঠ কাঁপাতেন পেলে। তাঁর শেষযাত্রায় না এলেও মৃত্যুর পর নেটমাধ্যমে শ্রদ্ধা জানান নেইমার। সোশ্যাল মিডিয়ায় নেইমার লেখেন, “পেলের আগে ১০ শুধুই একটা সংখ্যা ছিল। সব কিছু পাল্টে দিয়েছিলেন পেলে(Pele Last Rites)। ফুটবলকে শিল্প বানিয়ে দিয়েছিলেন তিনি।"
আরও পড়ুন- Projapoti Movie : বছরের প্রথম দিন সব রেকর্ড ভাঙল প্রজাপতি, দর্শকদের ধন্যবাদ দেবের