গোড়ালির চোট ভয়াবহ। আগামী ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারবেন না নেইমার। প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। সেই ম্যাচেই চোট পান নেইমার। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সুইজারল্যান্ড ম্যাচে দলের হয়ে নামতে পারবেন না তিনি। তবে সূত্রের খবর, চোট থেকে ফিরে বিশ্বকাপের বাকি ম্যাচে খেলতে পারবেন নেইমার।
সুইজারল্যান্ডের পর আগামী ২ ডিসেম্বর নামছে ব্রাজিল। ক্যামেরুনের বিরুদ্ধে নামবে সেলেকাওরা। কোচ তিতে আশাবাদী, সেই ম্যাচে ফিরবেন নেইমরা। রিজার্ভ বেঞ্চেও থাকবেন পিএসজি তারকা। যদি নকআউট স্টেজে যায়, তা হলে নেইমারের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ থাকছে।
জানা গিয়েছে নেইমারের পরিবর্তে টিমে খেলবেন জুভেন্তাসের ফুটবলার ড্যানিলো। প্রথম একাদশে সুযোগ পেতে পারে এডের মিলিটাও অথবা দানি আলভেস।