শূন্য থেকেই শুরু। সৌদি আরবে অভিষেক ম্যাচে গোল পেলেন না নেইমার। তবে তাঁর ক্লাব আল-হিলাল জিতল ৬-১ গোলে। প্রথম ম্যাচে আল-রিয়াধের বিরুদ্ধে নেইমারের পাস থেকে গোল হয়েছে।
এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না নেইমার। ম্যাচের ৬৪ মিনিটে মাঠে নামেন তিনি। আর তাতেই গোটা স্টেডিয়াম গর্জে ওঠে। নেইমার মাঠে নামার আগেই অবশ্য ২-০ গোলে এগিয়েছিল আল হিলাল। দলের গোল দেখে স্থির থাকতে পারেননি নেইমারও।
তবে ওয়ান্ডার কিড মাঠে নামতে আর তীব্র হয় সৌদির এই ক্লাব দলের আক্রমণ। ব্রাজিলীয় তারকা মাঠে নামার পর আরও চারটি গোল করে আল-হিলাল। এরমধ্যে একটি পেনাল্টি থেকে।