বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে হারতে হয় ব্রাজিলকে। গত ১৭ অক্টোবর সেই ম্যাচেই চোট পান নেইমার। এবার সেই চোটের জন্য হাঁটুতে অস্ত্রোপচার করলেন ব্রাজিলিয়ান তারকা। বাঁ দিকের হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হয় নেইমারের।
ব্রাজিলের টিম ডাক্তার রড্রিগো লাসমার নিজেই অস্ত্রোপচার করেছেন। জানিয়েছেন, "অস্ত্রোপচার সফল হয়েছে। ACL ইনজুরি ছিল তাঁর।" এই চোটের জন্য বেশ কয়েকমাস বাইরে থাকতে হবে নেইমারকে। বিশ্বকাপের কোয়ালিফায়ার্স ম্যাচে আর্জেন্টিনা ও কলোম্বিয়া ম্যাচে ব্রাজিলের হয়ে নামতে পারবেন না। ভারতের আসার কথা ছিল নেইমারের। আল হিলালের হয়ে সেই ম্যাচেও নামতে পারবেন না নেইমার।