আইএসএলে (ISL 2022) ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে হার এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। দ্বিতীয়ার্ধে সমতা ফেরালেও এদিনও জয়ের মুখ দেখা হল না মারিও রিভেরার (Mario Rivera) টিমের। ১-২ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড।
এদিন প্রথমার্ধে গোল পায় ওড়িশা এফসি। ২৩ মিনিটে ওড়িশার হয়ে গোল করেন জোনাথন ডি জেসাস। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোল করেন অ্য়ান্তেনিও পেরোসেভিচ। কিন্তু ৭৫ মিনিটে ওড়িশার হয়ে দ্বিতীয় গোল করেন জাভি হার্নান্ডেজ। সেখানেই খেলা শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের।
আরও পড়ুন: প্রথম বার আফ্রিকান কাপে চ্যাম্পিয়ন সেনেগাল, পেনাল্টি শুটআউটে হার ইজিপ্টের
আইএসএলের পয়েন্ট টেবিলে ১৬টি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। ১০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে লাল-হলুদ ব্রিগেড।