দুই মহাদেশ। দুই দল। কোপায় ছুটছে আর্জেন্টিনা। আর ইউরোয় ফ্রান্সের দৌড় অব্যাহত। কাতারের লুসাইল স্টেডিয়ামে শেষ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। নিজেদের মহাদেশেও দাপট অক্ষুণ্ণ রেখেছে আর্জেন্টিনা। কোপার সেমিফাইনালে তারা খেলবে কানাডার বিরুদ্ধে। আর পর্তুগালকে ছিটকে দিয়ে ইউরোর সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে ফ্রান্স।
প্রশ্ন হচ্ছে দুই দেশ ছুটছে। কিন্তু দুই দেশের দুই তারকা ? কোপায় এখনও গোলশূন্য লিওনেল মেসি। শেষ ম্যাচে টাইব্রেকারে গোল করতে পারেননি মেসি। প্রাক্তনদের দাবি, ইউরোপের মাঠে তাঁর উত্তরসূরি কিলিয়ান এমবাপে খানিকটা এগিয়ে রয়েছেন। পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে এই ইউরোর একটি মাত্র গোল ফরাসি ফুটবলের পোস্টার বয়ের পায়ে।
ক্যালেন্ডারের একই দিনে সেমিফাইনাল খেলতে নামবে বিশ্বজয়ী আর্জেন্টিনা। আর বিশ্বকাপ রানার্স ফ্রান্স। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় ইউরোর সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে ফ্রান্স। ওই দিন ভোরেই কোপার সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা।