ঠিক হয়ে গেল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম। আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে ফাইনাল। ওই স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় ৯০ হাজার। তার আগে ফিফা জানিয়ে দিল, বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ টিকিটের দাম ১ লক্ষ ২৭ হাজার টাকা। আর সর্বনিম্ন টিকিটের দাম ১৬ হাজার টাকা। এই টিকিট শুধুমাত্র কাতারিদের জন্যই সংরক্ষিত।
এই লসুাইল স্টেডিয়ামে গত কয়েকদিন আগে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্য়াচ লোক হয়েছিল প্রায় ৯০ হাজার। বিশ্বকাপ আয়োজকদের দাবি, ফাইনালে সেই রেকর্ড ভেঙে যাবে। এবার চারটি ভাগে টিকিটের দাম ঠিক করেছে ফিফা। প্রথম বিভাগে টিকিটের দাম ১ লক্ষ ২৭ হাজার টাকা। দ্বিতীয় বিভাগে ৭৯ হাজার টাকা। তৃতীয় বিভাগে ৪৮ হাজার টাকা। এবং শেষ বিভাগে ১৬ হাজার টাকা।
রাশিয়ার থেকে এবার টিকিটের দাম প্রায় ৪০ শতাংশ বেশি। চার বছর আগে রাশিয়ায় দর্শকদের গড়ে খরচ হয়েছিল ২১ হাজার টাকা। এবার তা বেড়ে হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। ফিফার আশা, হাউজফুল হবে কাতার বিশ্বকাপের ফাইনাল।