আইএসএলে দলবদলের বাজারে সবচেয়ে বড় চমক দিতে চলেছে এটিকে-মোহনবাগান। সরকারি ভাবে ঘোষণা না হলেও সূত্রের খবর, আগামী মরশুমে সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে পারে ফরাসি তারকা পল পোগবার ভাই ফ্লোরেন্তিন পোগবাকে। বৃহস্পতিবার গভীর রাতে ফ্লোরেন্তিনের ক্লাব শোসাক্স মবেলিয়ার্ড সরকারি ভাবে টুইট করে এই খবর জানিয়েছে। রয় কৃষ্ণা, প্রবীর দাস, তিরি-সহ একাধিক ফুটবলারকে ছেড়ে দিয়েছে এটিকে-মোহনবাগান। এই মরশুমে দল গঠনের শুরু থেকেই ইঙ্গিত দিয়েছে বড় চমকের। ময়দানের খবর, সেই চমকই হতে চলেছে ফ্লোরেন্তিন পোগবা।
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন পল পোগবা। তবে ফ্রান্স নয়, ফ্লোরেন্তিন পোগবা খেলেন আফ্রিকার দেশ গিনির হয়ে। ৩২ বছরের এই ফুটবলারের অভিষেক স্পেনের ক্লাব সেল্টা ভিগো থেকে। ইউরোপের বাজারে চুটিয়ে ফুটবল খেলার অভিজ্ঞতাও আছে। এছাড়াও আমেরিকা এবং তুরস্কের একাধিক ক্লাবেও খেলছেন ফ্লোরেন্তিন। গত দু বছর তিনি ছিলেন ফরাসি ক্লাব শোসাক্স মবেলিয়ার্ডের ফুটবলার।
বিশ্বকাপে খেলার পর আইএসএলে খেলতে এসেছিলেন উরুগুয়ের ফুটবলার দিয়েগো ফোরল্যান। তারপর সাম্প্রতিক সময়ে এত বড় নাম শোনা যায়নি আইএসএলে। ২০১৩ সাল থেকে গিনির জাতীয় দলের নিয়মিত সদস্য ফ্লোরেন্তিন। অপেক্ষা এখন সরকারি ঘোষণার। কারণ, শুক্রবার পর্যন্ত ফ্লোরেন্তিন পোগবাকে নিয়ে শুক্রবার পর্যন্ত মুখে কুলুপ এটিকে-মোহনবাগান কর্তাদের।