ক্রোয়েশিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিতে হয়েছে। তা-ও পেলের (Pele) শুভেচ্ছাবার্তা পেলেন নেইমার (Neymar Jr)। হাসপাতালের বিছানা থেকেই ম্যাচে চোখ রেখেছিলেন তিনি। ব্রাজিলের হারে হতাশ। তবে দেশের হয়ে পেলের রেকর্ড ছুঁয়েছেন নেইমার। তাই তাঁকে শুভেচ্ছাবার্তা দিলেন তিনি।
সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন পেলে। এখন অনেকটাই সুস্থ। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গোল করেছেন নেইমার। সেই গোলের পরই পেলেকে ছুঁলেন নেইমার। শুক্রবার দেশের হয়ে ৭৭তম গোল করেন নেইমার। নেইমারের প্রশংসা করে পেলে লেখেন, এটা একটি সংখ্যা নয়। ক্রীড়াবিদ হিসেবে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া। যারা ফুটবলকে ভালবাসে, তাদের অনুপ্রেরণা দেওয়া।
আরও পড়ুন: হাতাহাতি, দুর্ব্যবহার, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে তদন্ত শুরু ফিফার
পেলে লেখেন, প্রায় ৫০ বছর আগে এই রেকর্ড গড়েছিলাম। এতদিন কেউই তাঁর কাছাকাছি পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত নেইমার সেটি পেরেছেন। পেলে টুইটারে লেখেন, "নেইমার তোমার অর্জনের মূল্য আলাদা।" ভবিষ্যতের জন্য নেইমারকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।