পেলেকে ছাড়া ফুটবলই অসম্পূর্ণ। ব্রাজিলের ক্লাব স্যান্টোসের জার্সিতে ফুটবলে অভিষেক হয় পেলের। মৃত্যুর পর ক্লাবে শায়িত থাকবে ফুটবল সম্রাটের মরদেহ। দুদিনে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।
স্যান্টোসের হয়ে ৬৩৬ ম্যাচে ৬১৮ গোলের রেকর্ড আছে পেলের। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার স্যান্টোস ক্লাবের হোম গ্রাউন্ড ভিলা বেলমিরো স্টেডিয়ামে পেলের মরদেহ আনা হবে। সোম ও মঙ্গলবার পেলেকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে খবর, স্যান্টোসে পেলের মায়ের বাড়ির সামনে থেকেই তাঁর ছেলের মরদেহ যাবে। বয়সের ভারে শয্যাশায়ী তাঁর মা। বিছানা থেকে ওঠার ক্ষমতাও নেই। ছেলেকে শেষ বারের মতো দেখার ক্ষমতা নেই। এরপর ব্রাজিলের মেমোরিয়াল নেকরোপোল ইকুমেনিকা কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে পেলের। সেখানেই চিরঘুমে থাকবেন ফুটবলের 'ও রেই'।