নব্বই মিনিট জুড়ে শুধু দৌড়ঝাঁপ হল। কিন্তু গোল হল না। কাতারে বিশ্বকাপের পোল্য়ান্ড বনাম মেক্সিকো ম্য়াচ শেষ হল গোলশূন্য ভাবে। ম্য়াচে আবার পেনাল্টি নষ্ট করলেন রবার্ট লেওয়ানডস্কি। এই ম্য়াচ শেষ হতে খানিকটা স্বস্তি পেল আর্জেন্টিনা। এই গ্রুপে এখন শীর্ষে সৌদি আরব। পোল্য়ান্ড ও মেক্সিকোর পয়েন্ট এক। আর চার নম্বরে দাঁড়িয়ে মেসির দল।
পরিসংখ্যান দাবি করছে, এই ম্য়াচে কিন্তু ধারে এবং ভারে পোল্য়ান্ডকে সারাক্ষণই বেশ চাপে রেখেছিল জেরাডো মার্টিনোর মেক্সিকো। বিশেষকরে স্যানচেজ, হেরেরারা ক্রমাগত পোলিশ ডিফেন্সের উপর চাপ তৈরি করে রাখেন। গোটা নব্বই মিনিটে বার চারেক হয়তো মেক্সিকান ডিফেন্সের কাছে আসতে পেরেছিলেন পোলিশ ফুটবলরা। তাই এই ম্য়াচে খুব বেশি কিছু করার সুযোগও পাননি রর্বাট লেওয়নডস্কি।
তবে এদিন বেশ ইতিবাচক ভাবেই শুরু করেছিলেন পোলিশ ফুটবলাররা। শুরু থেকে গোলে একটা মরিয়া চেষ্টাও ছিল। কিন্তু ম্য়াচ যত গড়িয়েছে, ততই মাঠ দাপিয়েছে মেক্সিকো। বিশেষ করে দুই উইংকে চমৎকার ব্যবহার করে, ঝাঁকে ঝাঁকে আক্রমণ শানায় তারা। কিন্তু গোল হল না। যার নিট ফল এই দুই দল ড্র করতে, গ্রুপে সবার শেষে দাঁড়িয়ে এখন মেসির আর্জেন্টিনা।