ডুরান্ডের জেতা ম্যাচও জেতা হয়নি। আইএসএলের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি বিরুদ্ধে এগিয়ে থেকেও জিততে পারেনি মোহনবাগান। ফলে দলের রক্ষণ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন সমর্থকরা। এর মধ্যেই আশার আলো। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর কথা মাথায় রেখে দলের সপ্তম বিদেশিকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুনে যোগ দিলেন পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার নুনো মিগুয়েল পেরেইরা রেইস। জেমি ম্যাকলারেনের সতীর্থকে খুব তাড়াতাড়ি দলের হয়ে অনুশীলনে নামানোর পরিকল্পনাও সেরে ফেলেছেন বাগান কোচ হোসে মলিনা।
আনোয়ার বাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার নিজেদের রক্ষণ নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল বাগান কর্তৃপক্ষ। ডুরান্ডে আলবার্তো রডরিগেজ আর টম অ্যালড্রেডরা ভরসা জোগাতে পারেননি। এর মধ্যেই দলের রক্ষণকে শক্তিশালী করতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের ডিফেন্ডারকে সই করাল মোহনবাগান।
নুনো পর্তুগাল যুব টিমের অধিনায়ক ছিলেন। দেশের জার্সি গলিয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন তিনি। কেরিয়ারের সিনিয়ার ধাপে যদিও দেশের বাইরেই খেলেছেন নুনো। তিনটি এ লিগে এবং মেলবোর্ন সিটির হয়ে একটি চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে সবুজ মেরুন জার্সি গায়ে।
নুনোকে নিজেদের দলে নেওয়ার জন্য তোড়জোড় সেরেছিল মহামেডান। কথাবার্তা ফাইনাল করার পর চুক্তিপত্রের কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছিল বলেই খবর। কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগানেই যোগ দিলেন নুনো। কলকাতার ক্লাবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তিনি। তাঁর কথায়, কলকাতার আরও একটি ক্লাব আমায় প্রস্তাব দিয়েছিল। কিন্তু মোহনবাগানের ঐতিহ্য এবং ধারাবাহিক সাফল্যের কারণে তিনি মোহনবাগানের হয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।