তবে কি এই বছরই ঘরে ফিরছেন মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটাল! তাঁকে নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। শোনা গিয়েছে এই বছরই সবুজ-মেরুন জার্সি পরতে পারেন তিনি। প্রীতম দলে ফিরলে, বাগানের শক্তি আরও মজবুত হবে।
এক সময় বাগানের ঘরের ছেলে বলে পরিচিত ছিলেন প্রীতম কোটাল। সেই প্রীতমই কেরল ব্লাস্টার্সে চলে যান। কিন্তু নতুন মরশুমে পরিস্থিতি বদলে যেতে চলেছে। সব ঠিক থাকলে এবার কলকাতায় ফিরবেন প্রীতম কোটাল। আর তাঁর ঠিকানা হতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।
শোনা যাচ্ছে, দীপক টাংরিকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। শোনা গিয়েছে, তিনি কেরল ব্লাস্টার্স যাচ্ছেন। দীপক টাংরি ও প্রীতম কোটালকে নিয়ে জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে, সোয়াপ ডিলও হতে পারে। মোহনবাগান সমর্থকরা চাইছেন, যাতে ঘরের ছেলে ঘরে ফেরে।