ATK Mohun Bagan News: সবুজ-মেরুন জার্সিতেই থাকছেন প্রীতম কোটাল, তিন বছরে পাঁচ কোটি টাকার চুক্তিতে সই

Updated : May 09, 2022 20:00
|
Editorji News Desk

এটিকে মোহনবাগানেই (ATK Mohun Bagan) আরও তিন বছর থাকছেন প্রীতম কোটাল (Pritam Kotal)। তাঁর সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি করেছে ক্লাব। ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রী (Sunil Chhetri) ছাড়া আর কোনও ফুটবলারের এত বড় অঙ্কের চুক্তি নেই। ইস্টবেঙ্গল (East Bengal) ও কেরল ব্লাস্টার্সও (Kerala Blasters) এবার প্রস্তাব দিয়েছিল প্রীতমকে। কেরল ব্লাস্টার্সও তাঁকে তিন কোটি টাকার প্রস্তাব দেয়। কিন্তু রাজি হননি প্রীতম।

উত্তরপাড়ার মাখলা এলাকার ছেলে প্রীতম। বাবা রিক্সা চালিয়ে রোজগার করতেন। উত্তরপাড়া নেতাজি ব্রিগেড থেকে ফুটবলে হাতেখড়ি প্রীতমের। এটিকে মোহনবাগানের সঙ্গে প্রথম বছর থেকেই দলে আছেন। এবারও এই ক্লাবের প্রতি দায়বদ্ধ থাকলেন প্রীতম কোটাল। ঘরের ছেলে ঘরে ফেরায় খুশি ক্লাবের একাংশও। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও প্রস্তাব আসে প্রীতম কোটালের। প্রস্তাব পাওয়ার পর সরাসরি মোহনবাগান শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রীতম। তাঁরা প্রীতমের আর্থিক প্রস্তাবে সম্মতি দেন। তবে বিষয়টি নিয়ে বিশদে মুখ খোলেননি প্রীতম। গত মরশুমে টিমের হয়ে ভাল খেলেছেন প্রীতম কোটাল। গতবার চুক্তি হয়েছিল, তার থেকে ৩০ শতাংশ চুক্তি বৃদ্ধি করেছে এটিকে মোহনবাগান।

আরও পড়ুন:  অভিষেকের ডায়মণ্ড হারবারের টিডি কে ?

কলকাতা ময়দানে ইউনাইটেজ স্পোর্টসের হয়ে খেলতে নামেন প্রীতম কোটাল। তারপর সুযোগ পান পৈলান অ্যারোজে। ২০১৩ সাল থেকে ২০১৭। চাপ বছর মোহনবাগানের হয়ে আইলিগে খেলেন তিনি। তার মধ্যে পুনে সিটি ও এটিকে-তে লোনে খেলেন প্রীতম। বাগানের বর্তমান কোচ জুয়ান ফেরান্দো আগামী মরশুমের তালিকায় স্থান করে নিয়েছেন প্রীতম। তাই তাঁর সঙ্গে চুক্তি পাকা করেছে ক্লাব।

Pritam KotalATK Mohun Bagan

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?