চ্যাম্পিয়ন্স লিগের রাতে ফ্যাকাশে লিও মেসি। নক-আউটের প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে হেরে গেল ফরাসি ক্লাব প্যারি সাঁজা। মঙ্গলবার রাতেই এই ম্যাচে জার্মান জায়েন্ট বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারিয়ে দিল নেইমার-এমবাপের দলকে। এই হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বে ওঠার রাস্তা আরও কঠিন হল ফরাসি ক্লাবের। কারণ, ফিরতি লিগে জার্মান জায়েন্টদের ঘরের মাঠে খেলতে হবে লিও মেসিদের। অন্যম্যাচে হ্যারি কেনের টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইতালীয় ফুটবলের অন্যতম বড় প্রধান এসি মিলান।
মঙ্গলবার রাতে জার্মান জায়েন্টদের বিরুদ্ধে মাঠ নেমেছিলেন মেসিরা। কিন্তু তাঁদের ছন্দপতন হল বায়ার্নের কিংসলে কোমানের গোলে। জার্মান ক্লাবে খেলা এই ফুটবলারের জন্মও প্যারিসে। চ্যাম্পিয়ন্স লিগে প্রায় দু বছর পর মুখোমুখি হয়েছিল দু দল। চলতি মরশুমে ঘরের মাঠে এই নিয়ে পাঁচটি ম্যাচ হারল প্যারি সাঁজা।
এ দিকে, এসি মিলান জিতেছে ব্রাহিম দিয়াজের করা একমাত্র গোলে। তবে টটেনহ্যাম হারলেও ভালই খেলেছে। শট বেশি হ্যারি কেনের দলেরই।