বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে ভারত। ৭৫ মিনিটে একমাত্র গোল করেছেন মনবীর সিং। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ কাতার। শুক্রবারই দুবাই থেকে আহমেদাবাদে নেমেছে ভারতীয় দল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মঙ্গলবার নামবে টিম ইন্ডিয়া। কোচ ইগর স্টিম্যাচ জানিয়েছেন, এটাই গ্রুপের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ।
হিন্দুস্থান টাইমসকে স্টিম্যাচ জানান, দলে কোনও ফুটবলারের চোট নেই। ঘরের মাঠে কোনও চটজলদি সিদ্ধান্ত নিতে চান না ভারতীয় দলের হেড কোচ। তাঁর মতে, ঘরের মাঠে বুদ্ধিমত্ত্বা ও ধৈর্য রেখে সিদ্ধান্ত নিতে হবে। ডিফেন্সে জোর বাড়াতে হবে। কুয়েতকে হারানো বড় টিম ইন্ডিয়ার জন্য বড় ধাপ। স্টিম্যাচ মনে করছেন, টিম যে পরিণত হয়েছে, এই ফলাফল সেটাই প্রমাণ করে।
কাতারের পর ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। কুয়েতকে হারানোর পর ঘরের মাঠে এই ম্যাচ জিতলে গ্রুপ-এ-তে অনেকটাই মজবুত হবে টিম ইন্ডিয়ার জায়গা। তাই কোনও ভুল করতে চাইছেন না টিম ইন্ডিয়ার হেড কোচ।