কাতার বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন মরক্কোকে। সেই দলের তারকা ফুটবলার আশরফ হাকিমির (Achraf Hakimi) বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ। এই ঘটনার তদন্ত করছে প্যারিসের পুলিশ। ২৪ বছরের এক মহিলা, হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।
প্যারিস সাঁ জাঁ ক্লাবে মেসিদের সঙ্গেই খেলেন আশরাফ হাকিমি। ফরাসি সংবাদ সংস্থা জানিয়েছে, ওই মহিলার অভিযোগ গত ২৫ ফেব্রুয়ারি তাঁকে ধর্ষণ করা হয়েছে। রবিবার থানায় হাকিমির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: নির্ধারিত সময়ের আগেই দল তুলে নিল কেরল ব্লাস্টার্স, তুমুল বিতর্কে আইএসএলের প্রথম প্লে-অফ
মরক্কোকে সেমিফাইনালে তোলার পাশাপাশি ক্লাব ফুটবলেও দারুণ সফল হাকিমি। সম্প্রতি ফিফা বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন তিনি। ফিফা বর্ষসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাঁকে। মেসি, এমবাপে, নেইমারদের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। হাকিমির বিরুদ্ধে এই অভিযোগের পর এখনও পর্যন্ত ক্লাবের কোনও বিবৃতি পাওয়া যায়নি।