রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এফসি। বেকহ্যাম-রোনাল্ডোর ক্লাব ফেসবুকের একটি পোস্টে লিখেছে, 'হ্যাপি দুর্গাপুজো'। সোশ্যাল মিডিয়ার পোস্টে যে ছবি পোস্ট করেছে রিয়াল মাদ্রিদ, তাতে টনি ক্রুজ, ফেডেরিকো ভালভার্দের, ভিনিসিয়াস, কামাভিঙ্গার মতো তারকাকে দেখা যাচ্ছে।
ছবিটিতে দেখা যাচ্ছে, এক ঢাকী ঢাক বাজাচ্ছেন। ঢাকের তালে পা দোলাচ্ছেন ফুটবলাররাও। দূরে প্রতিমার মুখও দেখা যাচ্ছে। ক্রীড়াপ্রেমীরা এই পোস্টে মন্তব্যও করেছেন। বর্তমানে ভারতের ফুটবল বাজার ধরাই এখন লক্ষ্য লা লিগার। বাংলার মুখ্যমন্ত্রী সদ্য স্পেন সফরে গিয়েছিলেন। লা লিগার সঙ্গে চুক্তিও করেছেন তিনি। স্যান্টিয়াগো বের্নাবিউতে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলার রক্তে-ঘাসে মাটিতে ফুটবল মিশে আছে।