জল্পনার অবসান। রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপে। সোমবার এই ঘোষণা করল রিয়াল মাদ্রিদ। পাঁচ বছরের চুক্তিতে স্পেনের ক্লাবে যোগ দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার।
গত বছর ফেব্রুয়ারিতে এমবাপে জানিয়েছিলেন, তিনি পিএসজি-তে থাকবেন না। তখনই রিয়াল মাদ্রিদে তাঁর যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। যতদিন যায়, তত জল্পনা বাড়ে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরই আনুষ্ঠানিক ভাবে এমবাপের নাম ঘোষণা করল রিয়াল মাদ্রিদ।
সোশ্যাল মিডিয়ায় এমবাপে লেখেন, "একটা স্বপ্ন সত্যি হল। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে খুশি ও গর্বিত।" সমর্থন করার জন্য় অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন এমবাপে।
প্যারিস সাঁ জাঁ-তে একই সঙ্গে খেলতেন লিওনেল মেসি, নেইমার,এমবাপে। মেসি ও নেইমার আগেই ছেড়েছেন। এবার পিএসজি ছাড়লেন এমবাপে।