স্বপ্নের ক্লাব রিয়েল মাদ্রিদের হয়ে শুরুটা ভাল হল না ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের। ৮৬ মিনিট মাঠে থেকেও কোনও বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দিতে পারলেন না তিনি।
ফলে ভালাদোলিদের বিরুদ্ধে লা-লিগাতে গোল শূন্যই থাকলেন এমবাপে। যদিও এমবাপে গোল না করলেও মাদ্রিদের আর এক নতুন ফুটবল তারকা এনড্রিকের গোল করেন। ৩-০ গোলে ম্যাচ জেতে মাদ্রিদ।
এই ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগও পান এমবাপে। চোটের কারণে ম্যাচে ছিলেন না জুড বেলিংহ্যাম। ফলে দলের দায়িত্ব ছিল এমবাপের উপর। কিন্তু কোনও ভাবেই গোল করতে পারেননি এমবাপে।
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় রিয়েলের হলে গোল করেন ফেডেরিকো ভালভার্দে। কোনও গোল না করতে পারার কারণে ৮৬ মিনিটের মাথায় এমবাপেকে তুলে নেন কোচ কার্লো আনচেলোত্তি। তাঁর বদলে ১৮ বছরের এনড্রিককে নামানো হয়।