আট গোলের ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-হিলালকে হারিয়ে রেকর্ডবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেনের রিয়াল মাদ্রিদ। ফাইনালে স্পেনের দল জিতল ৫-৩ গোলে। ম্যাচে দুটি করে গোল ভিনিসিয়াস জুনিয়র, ভালভার্দে এবং লুসিয়ানো ভিয়েত্তোর। ব্রাজিলের ক্লাব ফ্ল্যামিঙ্গোকে হারিয়ে এবার ফাইনালে উঠেছিল আল-হিলাল। তাদের বিরুদ্ধে ম্যাচের ১৩ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস। ১৮ মিনিটে ২-০ করেন ভালভার্দে। ২৬ মিনিটে মৌসার গোলে ব্যবধান কমায় সৌদির ক্লাব।
প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে। ৫৪ মিনিটে বেঞ্জেমার গোলে ৩-১ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৫৮ মিনিটে ভালভার্দের গোলে ৪-১। ৬৩ মিনিটে ব্যবধান কমান আল-হিলাল ফুটবলার ভিয়েত্তো। কিন্তু ৬৯ মিনিটে আবার গোল করে ম্যাচ ৫-২ করে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৭৯ মিনিটে ভিয়েত্তো ব্যবধান কমালেও রিয়াল মাদ্রিদকে আটকাতে পারেননি।
২০১৮ সালে শেষবার ক্লাব বিশ্বকাপ জিতেছিল রিয়াল মাদ্রিদ। এদিন ফাইনাল জিতে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো অ্যানসেলোত্তি। বিশেষ করে প্রশংসা করেছেন ভিনিসিয়াস জুনিয়রের। তিনি জানিয়েছেন, দিনে দিনেই উন্নতি করছেন ব্রাজিলের জাতীয় দলের এই ফুটবলার।