সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দেখা যেতে পারে এক বাঙালি রেফারিকে। ওই বিশ্বকাপে ম্যাচ খেলানোর দায়িত্ব পেতে পারেন বাংলার প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার এই যুবক এখন এশিয়ার সেরা তিন রেফারিদের মধ্যে অন্যতম। এশিয়ার সেরা রেফারি নির্বাচিত হওয়ায়, ভার লাইসেন্স পাওয়ার পরীক্ষায়ও বসার সুযোগ পেয়েছেন তিনি। সৌদি আরবে এই পরীক্ষায় পাশ করলেই আগামী বছরের এশিয়া কাপ ও ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে রেফারিংয়ের দায়িত্ব পেতে পারেন প্রাঞ্জল।
এশিয়ার সেরা তিন রেফারির মধ্যে নিজের নাম দেখে উচ্ছ্বসিত বঙ্গ সন্তান। প্রাঞ্জল জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে রেফারিদের প্যানেলেও থাকতে পারে তাঁর নাম। যেহেতু এশিয়ার সেরা তিনে রয়েছেন, তাই ভার লাইসেন্স না পেলেও তিনি চ্যাম্পিয়ন্স লিগে থাকতে পারবেন। খুব কম ক্ষেত্রেই এই সুযোগ মেলে বলেও দাবি তাঁরা। তবে ভার লাইসেন্স পাওয়ার পরীক্ষা যে একেবারেই সহজ হবে না, তা নিয়ে সতর্ক প্রাঞ্জল।
টানা ২২দিন ধরে চলবে এই পরীক্ষা। সবমিলিয়ে ৩০৮ ঘণ্টা ধরে পরীক্ষা দিতে হবে। তবে এই চ্যালেঞ্জ নিতে তৈরি প্রাঞ্জল। আপাতত কলকাতা লিগে ম্যাচ খেলাচ্ছেন তিনি।