আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে অংশ নিলেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু। রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডুরান্ড কাপের ডার্বি ছিল। সেই ম্য়াচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে যুবভারতীর বাইরে জড়ো হন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান সমর্থকরা। সেই মিছিলে স্ত্রী কস্তুরী ছেত্রীকে সঙ্গে নিয়ে পা মেলালেন মোহনবাগান অধিনায়ক।
শুভাশিস জানিয়েছেন, "একটি মেয়ের উপর নির্মম অত্য়াচার হয়েছে। গোটা ভারত এই ঘটনায় লজ্জিত। বিচার চাওয়ার জন্য আমরা যে লড়াই করছি, সেই লড়াই যেন জারি থাকে। আমার একটাই দাবি, বিচার হোক। যারা যুক্ত রয়েছে, অবিলম্বে তাদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক।" তিনি জানিয়েছেন, একটি ঘটনাকে কেন্দ্র করে তিন প্রধানের সমর্থকরা এভাবে জড়ো হয়েছেন। কলকাতা ময়দানে অভূতপূর্ব ঘটনা। সব দলের সমর্থকরা রেষারেষি ভুলে, এক স্লোগান দিচ্ছেন। তা দেখে আপ্লুত মোহনবাগান অধিনায়ক।
শনিবার রাতে আরজি কর কাণ্ড নিয়ে সরব হন ইস্টবেঙ্গলের ফুটবলার শৌভিক চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "ঐতিহ্যের ডার্বি ম্যাচে খেলতে না পেরে তিনি দুঃখিত। তবে তিনি খুশি, বাঙালি সমাজ এক হয়েছে। বাঙাল ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসঙ্গে দাঁড়িয়েছে।" অভিযোগ, এরপরই তাঁর প্রোফাইলটি ফেসবুক থেকে উড়ে যায়।