লা লিগায় বার্সেলোনার দাপট। এবার গেটাফেকে ১-০ গোলে হারাল বার্সেলোনা। রবার্ট লেবানডস্কির পা থেকে আসে গোলটি। এই নিয়ে পর পর সাতটি ম্যাচে জিতল বার্সেলোনা। এই জয়ের ফলে তালিকার শীর্ষেই রয়ে গেল বার্সা। এই দলের প্রাপ্ত পয়েন্ট ২১।
এই ম্যাচের নায়ক রবার্ট লেবানডস্কি। গেটাফেকের বিরুদ্ধে গোল করে চলতি লা লিগায় মোট সাতটি গোল করে ফেললেন তিনি। তবে, এই ম্যাচে গোল করার চেষ্টা করেছিলেন দলের তারকা খেলোয়াড় লামিনেল ইয়ামাল। কিন্তু তাঁর শট পোস্টে লাগে।
প্রতিপক্ষের গোল লক্ষ্য করে মোট ১৫টি শট মারে বার্সেলোনা। কিন্তু মাত্র একবারই বল ডেভিড সোরিয়াকদের জালে জড়িয়ে দিতে সক্ষম হয় তারা। ম্যাচের বাকি সময় গোল করার চেষ্টা করেন লামিনে ইয়ামাল, ফেরান টোরেসরা। গত সাতটি ম্যাচে বার্সা মোট ২৩টি গোল করেছে। পাঁচটি গোল খেয়েছে তারা।
এর আগে ২০১৭-১৮ মরশুমে প্রথম সাতটি ম্যাচ জিতেছিল বার্সেলোনা। এত বছর পর ফের সেই রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা। এর আগে ২০১৩-১৪ মরশুমে ৮টি ম্যাচ জিতেছিল বার্সা। চলতি মরশুমে বার্সেলোনা সেই রেকর্ডও ছুঁয়ে ফেলবে বলেই আশাবাদী সমর্থকরা।