আরও কিছুদিন অপেক্ষা বাড়ল রোনাল্ডো অনুরাগীদের। সৌদি প্রো লিগে (Saudi Pro League) এখনই নামতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (CR7)। বৃহস্পতিবারই নামার কথা ছিল রোনাল্ডোর (Cristiano Ronaldo)। ২ ম্যাচে নিষেধাজ্ঞা আছে। তাই এখনই নামতে পারবেন না তিনি।
গত নভেম্বর মাসে এভার্টন ক্লাবের এক সমর্থকের ফোন ছুঁড়ে ফেলে দেন রোনাল্ডো। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (FA) রোনাল্ডোকে জরিমানা করে। ২টি ম্যাচে সাসপেন্ড হন তিনি। এরই মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় রোনাল্ডোর।
আরও পড়ুন: সঞ্জু স্যামসনের পরিবর্তে ভারতীয় দলে জিতেশ শর্মা, কে এই ক্রিকেটার !
ক্লাব ছাড়ার সময় ম্যান ইউ চুক্তিপত্রে এই শাস্তির কথা উল্লেখ করে। এবার আল নাসেরে যোগ দিয়েও ২টি ম্যাচে খেলতে পারবেন না রোনাল্ডো।