সৌদি আরবে প্রথম ম্যাচ খেলতে নেমে চোখের নিচে কালশিটে। এমনই ঘটনা ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে। বৃহস্পতিবার রাতে পিএসজির ({PSG) বিরুদ্ধে খেলতে নামে রিয়াধ অলস্টার। সেই ম্যাচে মুখোমুখি হন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবই পেলেন রোনাল্ডো। জোড়া গোল, ম্যাচের সেরা। কিন্তু ম্যাচের শেষে হার ও কালশিটে নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ম্যাচ চলাকালীন গোল সেভ করতে গিয়ে পিএসজির গোলকিপার কেলর নাভাস ঘুষি চালান রোনাল্ডোর মুখে। নাভাসের ঘুষিতে চোখের নিচে ফুলে যায়। সেই নিয়েই ম্যাচ খেলেন। দুটি গোলও করেন। নাভাসের ঘুষির জন্যই পেনাল্টি পায় রিয়াধ অলস্টার। সেখান থেকেই পেনাল্টি থেকে গোল করেন তিনি।
আরও পড়ুন: রোনাল্ডোর জোড়া গোল, সমালোচকদের একহাত নিলেন কোহলি
এই ম্যাচে রোনাল্ডো ছাড়াও গোল পেয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেরাও। পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি নেইমার। সৌদি আরবের আল নাসেরে সই করেছেন রোনাল্ডো। এই মরশুমে বিশ্বকাপের পর প্রথম মাঠে নামেন তিনি। রবিবার দলের হয়ে প্রথম ম্যাচ খেলবেন রোনাল্ডো।