সমালোচকদের যোগ্য জবাব। আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) গোলের উৎসব। সৌদি প্রো লিগে প্রতিপক্ষ আল ওয়েহেদারের বিরুদ্ধে পরপর চারটি গোল করে এক নয়া রেকর্ড গড়লেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেরিয়ারে মোট পাঁচটি ক্লাবের হয়ে মোট ৫০০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো। লিগে তাঁর গোল সংখ্যা ৫০৩। কেরিয়ারের ৬১তম হ্যাটট্রিকও করে ফেললেন রোনাল্ডো।
রোনাল্ডো তাঁর ফুটবল জীবন শুরু করেন স্পোর্টিং লিসবনে। এরপর একে একে ক্লাব পরিবর্তন করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস। বর্তমানে ইউরোপ (Europe) ছেড়ে এশিয়া (Asia) মহাদেশে পা রেখেছেন। আল নাসেরের হয়ে খেলছেন তিনি। সৌদি আরবের (Saudi Arabia) লিগেই রেকর্ড গড়লেন ৩৮ বছরের রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে সব মিলিয়ে এই পাঁচটি ক্লাবের হয়ে মোট ৫০০ টি গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।
আরও পড়ুন- ২০৩০-এর ফুটবল বিশ্বকাপ কোথায়? এবারও লড়াইয়ে মেসির আর্জেন্টিনাকে হারাতে পারে সৌদি আরব
স্পোর্টিং লিসবনের (Sporting Lisbon) হয়ে তিনটি গোল করেছিলেন সি আর সেভেন (CR7)। এরপর রিয়েল মাদ্রিদের (Real Madrid) হয়ে ৩১১টি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd) হয়ে ১০৩টি, জুভেন্তাসের (Juventus) হয়ে ৮১টি গোল করেছেন। সম্প্রতি আল নাসেরের হয়ে পাঁচটি গোল করে এই নয়া রেকর্ড গড়েছেন তিনি।