ক্লাবের হয়ে ৭০০তম গোল করলেন রোনাল্ডো। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনকে ২-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
প্রত্যাশা মতো ম্যাচের শুরুটা হয়নি ম্যান-ইউর। প্রথম পাঁচ মিনিটে গোল করেন এভার্টনের প্লেয়ার অ্যালেক্স আইওবি। ১০ মিনিট পরেই রেড ডেভিলসের হয়ে সমতা ফেরান অ্যান্টনি ম্যাথিউজ ডস স্যান্টোস। ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে নামেন রোনাল্ডো। ২৯ মিনিটে মাঠে নামেন সিআর সেভেন। প্রথমার্ধের একদম শেষদিকে টিমকে গোল করে এগিয়ে দেন পর্তুগাল তারকা। এই গোলেই ক্লাব কেরিয়ারে ৭০০ মাইলস্টোন স্পর্শ করেন তিনি। গডিসন পার্কে ২০০৫ সালের পর থেকে প্রথম গোল পেলেন রোনাল্ডো।
দ্বিতীয়ার্ধে ম্যান ইউর ডিফেন্সের সামনে আর সমতা ফেরাতে পারেনি এভার্টন। ইপিএলে ৮টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১৫ পয়েন্ট তুলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।