আদিওস মাদ্রিদ। ১৫ বছর পর রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কেঁদে ভাসালেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার মার্সেলো। এই জার্সিতেই পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আর এই ক্লাবে খেলবেন না তিনি। বন্ধুর মনের অবস্থা জেনে পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
মার্সেলো যোগ দেওয়ার ২ বছর পরই রিয়াল মাদ্রিদে আসেন রোনাল্ডো। ২০০৯-২০১৮। অনেক ম্যাচ খেলেছেন একসঙ্গে। মার্সেলো ক্লাব ছেড়ে যাওয়ার পর সেই বন্ধুর পাশে দাঁড়ালেন রোনাল্ডো। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "সতীর্থের থেকেও অনেক বড় ছিলেন। মার্সেলো আমার ভাই। অনফিল্ড বা অফফিল্ড, মার্সেলো সেরা তারকা। যার সঙ্গে আমি লকার রুম শেয়ার করেছি। এই নতুন অ্যাডভেঞ্চার পুরোটা উপভোগ করতে হবে তোমাকে।"
আরও পড়ুন: সেমিফাইনালে মধ্যপ্রদেশের মুখোমুখি বাংলা, মনোজের চোটই চিন্তা অরুণলালের
রিয়াল মাদ্রিদ টিমে মার্সেলো ডিফেন্সে থাকলেও লেফট উইং থেকে উঠে বহু আক্রমণে রোনাল্ডোকে পাস দিয়ে একাধিকবার গোল করিয়েছেন। তাঁদের বোঝাপড়া ও বন্ধুত্ব অন্য মাত্রা পায়। মাঠের বাইরেও সম্পর্ক তৈরি হয় তাঁদের। একসঙ্গে বেড়ে ওঠে তাঁদের ছেলেমেয়েরাও। রোনাল্ডো মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর জুটি ভেঙে যায়। মাদ্রিদে আরও চার বছর কাটিয়ে বিদায় নিলেন তিনি। সাংবাদিক বৈঠকে জানালেন, "ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। এই মুহূর্তটা উপভোগ করতে চাই। সারা জীবন যে দলের হয়ে খেলেছি, সেই দল ছেড়ে যাওয়া কষ্টের। অনিশ্চিতের ভয় নেই, বরং উত্তেজনা রয়েছে।"