কলকাতা লিগে বিষ্ময়কর গোল। আরিয়ান এফসির হয়ে ওভারহেড কিকে অবিশ্বাস্য গোল করেন সৈকত সরকার। পুসকাস অ্যাওয়ার্ডের মনোনয়নের জন্য সেই গোলের ভিডিয়ো ফিফাকে পাঠাল আইএফএ ও AIFF।
গত ১৮ জুলাই কলকাতা কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামে আরিয়ান এফসি। ওই ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জেতে দল। বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য শটে গোল করেন আরিয়ানের লেফট উইং ফরোয়ার্ড সৈকত।
এরপরই তাঁর ওই গোল ফিফার পুসকাস অ্য়াওয়ার্ডের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয় AIFF। সৈকত জানিয়েছেন, তিনি তাঁর কোচের অধীনে ওই শট অনেকবার প্র্যাকটিস করেছেন। তিনি ভাগ্যবান, যে ম্যাচে সব ঠিকঠাক সময় মতো করতে পেরেছেন।