পর পর দুই মরশুমে আইএসএলে লজ্জাজনক পারফরম্যান্স করল এসসি ইস্টবেঙ্গল ক্লাব (SC East Bengal)। গত মরশুমে রবি ফাউলারের কোচিংয়ে ১১ দলের আইএসএলে নবম স্থান পেয়েছিল ইস্টবেঙ্গল। জয় পেয়েছিল একাধিক ম্যাচে। কিন্তু এই মরশুমে অবস্থা আরও শোচনীয়।
১১ দলের আইএসএলে শতবর্ষ পেরনো লাল হলুদ শেষ করল সবার নিচে, একাদশতম স্থানে। এত খারাপ ফলাফল ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে বিরল। বর্তমান ইনভেস্টর শ্রী সিমেন্ট বিদায় নিতে চলেছে। শুরু হয়েছে পরবর্তী ইনভেস্টর নিয়ে জল্পনা।