৩ বছরের খরা কাটল। লিওনেল মেসি বিদায় নেওয়ার পর প্রথম ট্রফি। ৪ ম্যাচ বাকি থাকতেই লা লিগা জয় বার্সেলোনার। এস্পানিয়েলকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে ২৭তম লা লিগা চ্যাম্পিয়ন হয় কাতালানরা। ক্লাব আর্থিক সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে স্প্যানিশ লিগ জয় নিঃসন্দেহে বার্সা সমর্থকদের কাছে তৃপ্তির।
লিগ জয়ের পর মাঠেই সেলিব্রেশন শুরু করেন বার্সা সমর্থকরা। কিন্তু সেই উদযাপন দীর্ঘস্থায়ী হয়নি। এস্পানিয়েল সমর্থকরা মাঠে ঢুকে পড়ে। বার্সেলোনার প্লেয়ারদের দিকে তেড়ে আসতে দেখা যায় তাদের। এরপরই তড়িঘড়ি ফুটবলারদের লকার রুমে নিয়ে যেতে হয় ম্যাচ আয়োজকদের।
বর্তমানে বার্সেলোনার কোচ জ়াভি হার্নান্ডেজ। তিনিও এই ক্লাবে মেসির সতীর্থ। তাঁর হাত ধরেই ফের লিগ জয় বার্সার। এদিকে শোনা যাচ্ছে, লিওনেস মেসিকে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছে ক্লাব। মেসি পিএসজি ছাড়ছেন, তা নিশ্চিত। বার্সায় যোগ দিলে ফের মেসি-জাভি যুগলবন্দি দেখতে পাবেন কাতালান সমর্থকরা।