পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরছেন না লিওনেল মেসি (Lionel Messi)! পিএসজির সঙ্গে তাঁর চুক্তি শেষের পথে। এরপর কোথায় গন্তব্য, ফাঁস করলেন মেসিরই বন্ধু সার্জিও অ্যাগুয়েরো (Sergio Aguero)।
অ্যাগুয়েরো জানিয়েছেন, বার্সেলোনায় ফিরতে চান না লিও। সৌদি আরবের কোনও ক্লাবেও যাবেন না। তবে শৈশবের ক্লাব নিউ ওয়েলসের হয়ে খেলার বিষয় ভাবছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এই ক্লাবেই ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত শৈশব কাটিয়েছেন মেসি। অ্যাগুয়েরো জানান, সেরকমই ভাবনা-চিন্তা আছে মেসির।
আরও পড়ুন: সিরিজের মাঝেই চোট পেয়ে দেশে ফিরলেন, এবার ওয়ার্নারের মুখে স্পষ্ট অবসরের ইঙ্গিত
তবে অ্যাগুয়েরোর এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রাক্তন লিভারপুল তারকা ম্যাক্সি রড্রিগেজ় এই নিয়ে আবার ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। তিনি জানান, এই বিষয়ে এখনই কোনও কথা বলা উচিত নয়। প্রাথমিক স্তরে আছে বিষয়টি।