প্রথম বাঙালি হিসাবে প্রো-লাইসেন্স পেলেন প্রাক্তন ফুটবলার ও আইলিগ জয়ী মোহনবাগানের প্রাক্তন সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তী। এই যোগত্যা অর্জনের ফলে আইএসএলে কোচিং করাতে আর কোনও বাঁধা থাকল না। শুধু আইএসএল নয়, এশিয়ার যে কোনও ক্লাবে এবার থেকে কোচিং করাতে পারবেন শঙ্করলাল চক্রবর্তী। ১১ বছর আগে কোচিংয়ে হাতে খড়ি শঙ্করলালের। প্রথমে বাংলা ও পরে মোহনবাগানের সহকারি কোচ হিসাবে যোগ দিয়েছিলেন। পরে সঞ্জয় সেনের জায়গায় মোহনবাগানের কোচও হয়েছিল। সবুজ-মেরুনকে দিয়েছিল কলকাতা লিগ। পরে ভবানীপুরের দায়িত্ব নেন তিনি।
সোমবার তাঁকে এএফসি প্রো-লাইসেন্স কোচ হিসাবে ঘোষণা করেছে। এই মুহূর্তে আই লিগের ক্লাবে সুবেদায় কোচিং করাচ্ছেন তিনি। যদিও আইলিগে খুব ভাল জায়গায় নেই দিল্লির এই ক্লাব। মাথার উপর রয়েছে অবনমনের খাঁড়া। এই অবস্থায় প্রো-লাইসেন্সের যোগ্যতা পাওয়া আইএসএলের দরজাও খুলে গেল শঙ্করলালের সামনে। হয়তো পরের মরশুমেই আইএসএলে ডাগআউটে দেখা যেতে পারেন এই বাঙালি কোচকে।
এর আগে ভারত থেকে প্রো-লাইসেন্স পেয়েছেন বিনু জর্জ, খালিদ জামিল, ক্লিফোর্ড মিরান্ডার মতো প্রাক্তন ফুটবলাররা। কিন্তু সেই তালিকায় এতদিন কোনও বাঙালি কোচ ছিলেন না। সেই শূন্যস্থানই ভরাট করলেন বরাহনগরের শঙ্করলাল চক্রবর্তী।