জাতীয় দলে ডাক পেয়েছেন সিকিমের ফুটবলার ফুর্বা লাচেনপা। ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। ২২ মার্চ মায়ানমার ও ২৮ মার্চ কিরঘিজ রিপাবলিকের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা। কলকাতায় ৫ দিনের শিবিরও করছে ভারতীয় দল।
মুম্বই সিটি এফসির হয়ে খেলেন ফুরবা। এবারও দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। জাতীয় দলে প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে। গুরপ্রীত সিং সাধু, অমরিন্দর সিং, বিশাল কাইথরাও গোলকিপার হিসেবে এবার জাতীয় দলে ডাক পেয়েছেন। তাঁদের সঙ্গেই লড়াই করতে হবে ফুরবাকে।
এবার জাতীয় শিবিরে সুযোগ পেয়েছেন বাঙালি ফুটবলার ঋত্বিক দাসও। আইএসএলে জামশেদপুর এফসির হয়ে খেলেন তিনি। জাতীয় দলে প্রথম সুযোগ পেলেন তিনি। এছাড়া রোহিত কুমার, মেহতাব সিং, শিবশক্তি নারায়ণও সুযোগ পেয়েছেন।