বর্ধমানের গুড়াপের (Burdwan, Gurap) কাছে দুর্ঘটনার কবলে কলকাতার ক্লাব সাদার্ন সমিতির দুই কর্তা এবং কোচ। জানা গিয়েছে, দুর্গাপুর যাওয়ার পথে কোচ রঞ্জন ভট্টাচার্য, সাদার্নের সভাপতি সৌরভ পাল এবং সহ-সভাপতি ডাঃ প্রণব মুখোপাধ্যায় দুর্ঘটনার কবলে পড়েন। তবে এখন প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল।
বুধবার দুর্গাপুরে কলকাতা লিগের একটি ম্যাচ রয়েছে। এই ম্যাচেই সাদার্নের মুখোমুখি হবে পাঠচক্র। সেই ম্যাচের কারণেই দুর্গাপুর যাচ্ছিলেন। বর্ধমানের গুড়াপের কাছে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন - পিছিয়ে থেকে সমতা, টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল
গাড়ির সামনের চাকা ফেটে একটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরে সামনের একটি গাড়ির তলায় সাদার্ন কর্তাদের গাড়ির সামনের অংশ ঢুকে যায়। কমবেশি সকলেই আহত হয়েছেন।