২৯ মিনিট থেকে ৩২ মিনিট। মাত্র ৩ মিনিটের ধাক্কা। ইউরো কাপের প্রথম ম্যাচে স্পেনের কাছে কার্যত ভেঙে পড়ল ক্রোয়েশিয়া। ২৯ মিনিটে প্রথম গোল করে টিমকে এগিয়ে দিলেন অধিনায়ক আলভারো মোরাতা। দ্বিতীয় গোল এল ফাবিয়ান রুইয়ের শট থেকে। প্রথমার্ধের অ্যাডেড টাইমে তিন নম্বর গোল হওয়ার পর খেলা ওখানেই শেষ হয়ে যায়। গোল পান ডিফেন্ডার ড্যানি কার্ভাহাল।
শনিবার ৪-৩-৩ ফরমেশনে খেলতে নেমেছিল স্পেন। মোরাতার দুই সঙ্গী ছিলেন ইয়ামাল ও উইলিয়ামস। মিড ফিল্ডে পেদ্রি, রদ্রি ও রুই। দুদিকের উইংকে ব্যবহার করে ছবির মতো ফুটবলের নিদর্শন দেখাল এই স্প্যানিশ আর্মাডা। আর তাতেই শেষ হয়ে গেল ক্রোয়েশিয়ার ডিফেন্স। ২৯ মিনিটে ফাব রুইয়ে থ্রু বল থেকে বাঁ পায়ে গোল করে দলকে এগিয়ে দেন মোরাতা। ৩২ মিনিটে পেদ্রির পাস থেকে দুটো ভাঁজ। ইউরো কাপে স্বপ্নের গোল করে স্পেনকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ফাব রুই। আর প্রথমার্ধের শেষ দিকে তৃতীয় গোল এল দারুণ একটি ক্রস থেকে। অভিজ্ঞ ফুটবলার ড্যানি কার্ভাহাল দুরন্ত টাচে ফিনিশ করে আসেন।
দ্বিতীয়ার্ধে খেলার ঝাঁঝ বাড়িয়েছিল ক্রোয়েশিয়া। ৮০ মিনিটে গোলের মুখ খুললেও, সেই গোল VAR প্রযুক্তিতে বাতিল হয়। এরপর বারবার আক্রমণ করলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি ক্রোয়েশিয়া।