মহিলা ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হল স্পেন। রবিবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টায় ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। গোল করেন ২৩ বছর বয়সী ওলগা কারমোনার। অস্ট্রেলিয়ার মাটিতে ফাইনালে হেরেই মাঠ ছাড়তে হল ইংল্যান্ডকে।
গতবার ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে এর ঠিক উল্টো চিত্র দেখতে হয়েছিল। সেসময় অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল স্পেনকে।
সিডনি অলিম্পিকে নতুন দৃশ্য দেখলেন দর্শকরা। স্পেন মহিলা টিম এর আগে এত বড় খেতাব পায়নি তারা। তাই নতুন ইতিহাসের সাক্ষী থাকলেন স্পেনের দর্শকরা।
খেলার ২৯ মিনিটের মাথায় গোল করেন কারমনা। যার গোলেই চ্যাম্পিয়ন হয় স্পেন। যদিও স্পেন তার মধ্যে একটি পেনাল্টি মিস করে। সেই সুযোগ অবশ্য ইংল্যান্ড নিতে পারেনি।